Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

পরিবার পরিকল্পনা বিভাগ থেকে জন্মনিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের নিরলসভাবে সেবা প্রদান করা হচ্ছে। এ সকল ক্ষেত্রে পাবনার অর্জন সমূহ।

 

জীবননগর উপজেলার মোট জনসংখ্যা ১,৮৬,৮০৯ জন। এ উপজেলায় পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতির ব্যবহার করে ৪২৮২ জন। দীর্ঘ মেয়াদী পদ্ধতি আইউইডি এবং ইমপ্লান্ট পদ্ধতি ব্যবহারকারী যথাক্রমে  এবং ৩৪৯৫ জন। এ ছাড়াও বিপুল সংখ্যক দম্পতি অন্যান্য পদ্ধতি ব্যবহার করে। এখানে মোট ব্যবহারকারীর সংখ্যা ৩১৮৮৯ জন এবং ব্যবহারকারীর হার ৮৩.৩৮%।

 

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের সেবা প্রদান করা হয়। উল্লেখ্য যে, এসব কেন্দ্রে ২৪/৭ বা সার্সক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মসজিদের ইমাম, শিক্ষক, ম্যারেজ রেজিষ্টারসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পাবনা অত্যন্ত সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। বিগত দশ বছরে এই প্রতিষ্ঠান তার কার্যক্রমের জন্য জাতীয় পর্যায়ে কয়েকবার এবং বিভাগীয় পর্যায়ে প্রতিবছর প্রথম স্থান অধিকার করার স্বীকৃতি অর্জন করেছে।